Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার দেশকে দেউলিয়া করেছে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ০০:৩৪

ফাইল ছবি

ঢাকা: সরকার দেশকে দেউলিয়া করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নাগরিক যুব ঐক্যের নেতা শামীম আহমেদের উপর ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২২ অক্টোবর) দেওয়া ওই বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার দেশকে দেউলিয়া করেছে আর সরকারি দলের পান্ডারা দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।’

মান্না বলেন, ‘গতকাল (শুক্রবার) সন্ধ্যায় লালমোহনে নাগরিক যুব ঐক্যের নেতা শামীম আহমেদের নিজ বাড়িতে ভোলার লালমোহন উপজেলাস্থ ৭ নং চর উমেদ ইউনিয়নের যুবলীগ সভাপতি রুহুল আমীন ফরাজীর নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে সদা সোচ্চার থাকায় এর আগেও কয়েকবার তিনি আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নির্যাতনের শিকার হয়েছেন।’

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘সীমাহীন লুটপাট, দুর্নীতি, অপশাসনের মাধ্যমে ভোট ডাকাত সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। অবৈধভাবে কুক্ষিগত করে রাখা গদি হারানোর ভয়ে সরকার এবং আওয়ামী পান্ডারা দিশেহারা হয়ে বিরোধী মতের উপর দমন পীড়ন চালাচ্ছে।’

শামিম আহমেদের উপর হামলার বিচার দাবি করে মান্না বলেন, ‘প্রত্যেকটি আঘাতের বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দেশকে যারা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তাদের প্রত্যেককে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/আইই

টপ নিউজ মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর