Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সংবেদনশীল হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ২১:২৭

ঢাকা: প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভাষার ব্যবহার ও বিষয় নির্বাচনে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘প্রতিবন্ধিতা বিষয়ে মানসম্পন্ন ও তথ্যবহুল সংবাদ প্রকাশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন।

শনিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে একদিনের এই কর্মশালার আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে আরও সামনে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ‘প্রতিবন্ধিতা ইস্যু সবার কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খায়রুজ্জামান কামাল প্রতিবন্ধীদের নিয়ে সেন্ট্রাল থেকে ডিভিশনাল পর্যায়ে কাজের আহ্বান জানান।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা এবং ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) সভাপতি মো. হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলবার্ট মোল্লা বলেন, ‘প্রতিবন্ধীদের বিষয়ে তথ্যবহুল সংবাদ প্রচার করতে হবে।’ সাংবাদিকদের কাছে প্রতিবন্ধী ইস্যুটা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহুয়া পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহুয়া পাল বলেন, ‘মানব উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারে সাংবাদিকরা। সংবাদপত্রের রিপোর্টে কিছু কিছু শব্দ আমাদের আহত করে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের কাছে আশা তারা যেন প্রতিবন্ধীতা আছে এমন ব্যক্তিদের নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সংবেদনশীল আচরণ করেন।

প্রশিক্ষণে সহ-আয়োজক ছিল এনসিডিডব্লিউ, সীতাকুণ্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন এবং ডাব্লিউডিডিএফ।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ অনুযায়ী, প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম।

সারাবাংলা/আরএফ/একে

প্রতিবন্ধী প্রশিক্ষণ সাংবাদিকতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর