ফের বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান ও মহাসচিব নজরুল ইসলাম
২২ অক্টোবর ২০২২ ১৮:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৮:৪২
ঢাকা: আবারও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ ও মহাসচিব পদে নজরুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর নস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির সম্মেলন ও সাধারণ সভায় এ সিদ্ধান্ত এসেছে। ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শক্তি, সংহতি ও সক্ষমতা বৃদ্ধির ২৭ বছর’ স্লোগানে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মো. মজিবুর রহমান ভূঞা, শিরীন আখতার, আনোয়ার হোসাইন, আমিরুল হক আমিন এবং আলাউদ্দিন মিয়া, যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন ডা. ওয়াজেদুল ইসলাম খান, খান সিরাজুল ইসলাম এবং সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম রফিক, সম্পাদক পদে নির্বাচিত হন মো. কবির হোসেন, আব্দুল কাদের হাওলাদার, নুরুল ইসলাম খান নাসিম, মো. শফর আলী, আবুল কালাম আজাদ, সাকিল আখতার চোধুরী, সামসুন্নাহার ভূইয়া এবং শামীম আরা, নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আব্দুল ওয়াহেদ, উম্মে হাসান ঝলমল, বি এম জাফর, পুলক রঞ্জন ধর, নাসরিন আখতার ডিনা, কাজী রহিমা আক্তার সাথী, রবিউল হক এবং নার্গিস জাহান।
এর আগে, বিলস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন বিল্স মহাসচিব নজরুল ইসলাম খান। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নিরান রামযুথান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব সাইদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রতিনিধি মেসবাহউদ্দীন আহমেদ, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/ইআ