Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১৭:৩৫

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বিএনপির অভিযোগ- সমাবেশ করলে সরকার সমর্থক ও পুলিশ তাদের ওপর হামলা করছে। কিন্তু ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টি রাজপথে নামলেই বিএনপির হামলা হতো। বিএনপির হামলায় জাতীয় পার্টি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। বিএনপিই জাতীয় পার্টির ওপর হামলা করে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে। এখন সেই ধারাবাহিকতা চলছে। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে।

বিজ্ঞাপন

শনিবার (২২ অক্টোবর) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন। আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টি মহানগর উত্তর এর কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘দেশের সব ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে। দেশে ক্ষমতার ভারসাম্য নেই। অতিরিক্ত ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। অস্বাভাবিক ক্ষমতায় দুর্নীতি বেড়ে যায়। দেশের এমন বাস্তবতা থেকে মুক্তি দিতে হবে। দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি।’

তিনি বলেন, ‘সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

চুন্নু বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু ওই সব নির্বাচনে যারাই হেরেছে, তারাই অভিযোগ করেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

জাপা মহাসচিব বলেন, ‘আমরা চাই আনুপাতিকহারে নির্বাচন হোক। আনুপাতিক হারে নির্বাচন হলে ভোটে কারচুপি হবে না, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।’

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘প্রতিবন্ধী নেতাদের ষড়যন্ত্রে জাতীয় পার্টি ভাগ হবে না। লোভ-লালসায় কেউ কেউ দালালি করতে পারে। কিন্তু পল্লীবন্ধু এরশাদের লাখ লাখ কর্মী কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। ২৬ নভেম্বর জাতীয় পার্টি মহানগর উত্তর এর সম্মেলনে হাজার হাজার কর্মীর ঢল প্রমাণ করবে জাতীয় পার্টি জিএম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, মাহাবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব সামছুল হক, আমির হোসেন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজ মোল্লা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, আবুল বাশার, আব্দুস সাত্তার, এম এ হাশেম, খলিল মোল্লা, মেহেদী হাসান রিয়াজ, কাজল, ড. মোহাম্মদ নাসির উদ্দিন বকুল, রাজ মোহাম্মদ ওমর ফারুক, নজরুল ইসলাম সরদার, আব্দুল আজিজ, আলাল মেম্বর, বজলুর রহমান মৃধা, আলমগীর হোসেন, নয়ন, নুরুল হক নুরু, আব্দুল বারেক, সাখাওয়াত হোসেন দুলাল, নুরুল ইসলাম মিন্টু, লিপু।

সারাবাংলা/এএইচএইচ/একে

চুন্নু জাতীয় পার্টি জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর