ভৈরবে পৃথক স্থান থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
লোকাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১৬:৫৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:৫৯
২২ অক্টোবর ২০২২ ১৬:৫৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:৫৯
ভৈরব: উপজেলার পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলো- জগমোহনপুর গ্রামের আলাল উদ্দীনের মেয়ে তিন্নি (১১) ও অজ্ঞাত শিশু (৬ মাস)। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া একটি বিল থেকে অজ্ঞাত ছয় মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে দুই-তিনদিন আগে এ বিলে ফেলে দেওয়া হয়েছে।
অন্যদিকে জগমোহনপুর গ্রামে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিন্নি নামের এক শিশু আত্নহত্যা করেছে।
এ ঘটনায় ভৈরব থানার উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, তিন্নি নামের ১১ বছরের শিশুটি আত্নহত্যা করেছে। সে এলাকায় মানসিক রোগী হিসেবে পরিচিত ছিল।
সারাবাংলা/ইআ