অস্ত্র-মাদকসহ ১৬ মামলার আসামি সালাউদ্দিন সাল্লু গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১৫:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৫:৫৫
২২ অক্টোবর ২০২২ ১৫:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৫:৫৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র, গুলি ও মাদকসহ ১৬টি মামলার আসামি সালাউদ্দিন সাল্লুকে গ্রেফতার করেছে পুলিশ। সালাউদ্দিন পশ্চিম ভোলাইল এলাকার সফর আলীর ছেলে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল একথা জানান।
পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে একটি রিভালবার, চার রাউন্ড গুলি ও হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এমও