চীনের একটি স্কুলের সামনে সাত শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
২৭ এপ্রিল ২০১৮ ২০:২৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ২১:৪৫
।। সারাবাংলা ডেস্ক ।।
চীনের উত্তরের সানক্সি প্রদেশের একটি স্কুলের বাইরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে সাত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
বিবিসি দেশটির এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, স্কুল শেষ করে ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলেন। ঠিক সে সময়ে ছুরি হাতে নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এরপরই তাকে আটক করে পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।
এই ঘটনায় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় কয়েকজন তরুণ শিক্ষার্থী পরে রয়েছেন। যাদেরকে উৎসুক জনতা ঘিরে রেখেছে।
স্থানীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছে যে মিঝি কাউন্টির তিন নম্বর সেকেন্ডারি স্কুলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্কুলটির প্রচারণা সেল থেকে জানানো হয়েছে।
সারাবাংলা/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook