Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২২ ২১:৩২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর ডেমড়া সানারপাড় এলাকায় রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে লাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে। তিনি ওই গ্যারেজে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম সানারপাড় গ্রিন সিটি এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির ছেলে আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বড়ুয়াজানি গ্রামে। বর্তমানে ডেমড়া পশ্চিম সানারপাড় গ্রিন সিটি এলাকায় থাকেন।

আনোয়ার জানান, রিকশা গ্যারেজের ভেতরে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার সময় তার বাবা বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর