Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজ শিক্ষার্থীর টাকা ছিনতাই: ২ ছিনতাইকারী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২২ ১৬:১৪

ঢাকা: ঢাকা কলেজ শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই ছিনতাইকারীর এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীরের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মোহাম্মদপুর থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন।

জানা যায়, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) ঢাকা কলেজে থেকে রিকশাযোগে আদাবরের নিজ বাসায় যাচ্ছিলেন। তারা মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া ব্লক-এ, সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামান। ওই স্থানের পাশে একটি মোটরসাইকেল নিয়ে দু’জন অজ্ঞাত লোক তাদের কাছে এসে ভয়ভীতি দেখান এবং তাদের গেঞ্জির কলার ধরে চর-থাপ্পড় মারে। এসময় তাদের দু’জনের কাছ থাকা ৪৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

ওই ঘটনায় স্বাধীন সরকার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

২ ছিনতাইকারী টাকা ছিনতাই ঢাকা কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর