Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পণ্যের দাম সেভাবে বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২২ ১২:৩২

রংপুর: বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে পণ্যের দাম সেভাবে বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘ওভারঅল প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া। এটা ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পণ্যের দাম কিন্তু সেভাবে বাড়েনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বলা হয়েছে।’

দেশে যাতে খাদ্যসমস্যা না হয় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। যেখানে কম করা দরকার, কাটছাঁট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেওয়া দরকার, সেটা করা হচ্ছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে। তবে আমরা প্রস্তুত আছি।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে থাকার কথা ছিল তার থেকে চেয়ে বেশি বেড়েছে। এটা বৈশ্বিক সমস্যা। দাম বৃদ্ধির ফলে মানুষের একটু কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। সেজন্য আমাদের ধৈর্য করতে হবে। আশা করি এই সমস্যা কেটে যাবে।’

এর আগে, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর সার্কিট হাউজে পৌঁছান। বাণিজ্যমন্ত্রী। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর