মিনি ম্যারাথনে শেষ হলো প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা
২১ অক্টোবর ২০২২ ১০:৩১
ঢাকা: মিনি ম্যারাথনের মধ্য দিয়ে শুক্রবার (২১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১০ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
প্রতিযোগিতা শেষে ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্লাব কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ভানুরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ বেগম পলি উপস্থিত ছিলেন।
এর আগে, ভোর সাড়ে ৫টায় মিনি ম্যারাথনে নারী-পুরুষ সদস্য, সদস্য স্ত্রী ও তাদের সন্তানদের মোট ৭টি গ্রুপে ২ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
গত ১০ অক্টোবর শুরু হওয়া ১০দিন ব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল শিশু আনন্দমেলা। এসব অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও
ক্রীড়া প্রতিযোগিতা টপ নিউজ প্রেস ক্লাব প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা মিনি ম্যারাথন