Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২২ ০০:২৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ ০০:২৫

জয়পুরহাট: নিখোঁজের ২০ ঘণ্টা পর জয়পুরহাটের ছোট যমুনা নদী থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয় তারা।

খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ১৬ ঘণ্টার অভিযান শেষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন- জয়পুরহাট শহরের রেল কলোনি এলাকার সনজিৎ কুমার (২২) এবং তন্ময় রজক (১৬)। সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ও তন্ময় রজক জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস ও নিহতদের স্বজনরা জানান, বুধবার বিকেল ৩টার দিকে জয়পুরহাট রেল কলোনির ১১জন মন্দির থেকে পুরাতন কালি প্রতিমা নিয়ে বিসর্জন দিতে চকশ্যাম শশ্মান ঘাটে যায়। প্রতিমা বিসর্জন দেওয়ার সময় তন্ময় নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে সঞ্জিত নদীতে নামলে সাঁতার না জানায় তারা দু’জনেই তলিয়ে যায়। এর পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা খুঁজে এই দুজনের সন্ধান পায়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর গোলাম মহীউদ্দিন জানান, রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা একটি ডুবুরি দল তিন দফায় ১৬ ঘণ্টার অভিযানে মরদেহ দুটি উদ্ধার করে।

সারাবাংলা/পিটিএম

উদ্ধার টপ নিউজ নিখোঁজ প্রতিমা বিসর্জন মরদেহ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর