জি এম কাদেরের হাত থেকে জাপাকে রক্ষা করা মূল টার্গেট: বিদিশা
২০ অক্টোবর ২০২২ ২০:১৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১০:৩৩
ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে জি এম কাদেরের হাত থেকে রক্ষা করার কার্যক্রম অব্যাহত রেখেছি। পার্টিকে বাঁচাতে চাই, দেশ ও জাতির জন্য এরশাদ সাহেবের সব কর্মকাণ্ড চিরঞ্জীব করে রাখতে যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টেলিফোনে সারাবাংলাকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বিদিশা এরশাদ এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের মুল টার্গেট জি এম কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে রক্ষা করা।
বিদিশা বলেন, ‘আমরা সবাই এরশাদ সাহেবের আদর্শ নিয়ে জাতীয় পার্টির রাজনীতি করছি। আর তার ছোটভাই জাতীয় পার্টিকে ধ্বংস করে দিয়েছে। এরশাদ সাহেবের হাতেগড়া ত্যাগী নেতাকর্মীদের কারণে-অকারণে দল থেকে বহিষ্কার করেছে। এ সব ত্যাগী নেতাকর্মীরা আর আমাদের কাছে এরশাদের স্বাক্ষর করা কমিটি এবং তার লেখা চিঠি নিয়ে আমাদের কাছে আসছেন।’
বিদিশা প্রশ্ন রেখে বলেন, ‘জি এম কাদের সাহেব তো এরশাদ সাহেবের ছোট ভাই। কেন তিনি এরশাদ সাহেবের অস্তিত্ব বিলীন করে দিচ্ছেন?’
বেগম রওশন এরশাদ ২৬ নভেম্বর জাতীয় পার্টির ১০ম কাউন্সিল ডেকেছেন? আপনি কি ওই কাউন্সিলে যোগদান করবেন? এমন প্রশ্নের জবাবে বিদিশা এরশাদ বলেন, ‘কাউন্সিল হবে। সারাদেশ চষে বেড়াচ্ছি। এরইমধ্যে ৪৭টি জেলা কমিটি করেছি। সামনে অনেক চমক আছে। এরশাদ সাহেবের আদর্শ রক্ষার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।’
তিনি বলেন, ‘আমরা কেউ দেশে বসে, কেউ বিদেশ বসে জি এম কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য একই।’
আপনি কি আলাদা দলের কাউন্সিল ডাকবেন? জবাবে বিদিশা বলেন, ‘আমার কাউন্সিল ডাকার সময় হয়নি। আমি জাতীয় পার্টিকে টিকিয়ে রাখার জন্য কাজ করছি। আমাদের মূল টার্গেট জি এম কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে রক্ষা করা।’
তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে তিনি রংপুরের যে কোনো একটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।’
সেই আসনটি জিএম কাদেরের আসন কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘সময় বলে দেবে।’
আরও পড়ুন
সামনে খেলা হবে: বিদিশা
জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!
জাপায় একের পর এক চমক আসছে: বিদিশা
জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা
এখনো সময় আছে, জনগণের দিকে নজর দিন: বিদিশা
সারাবাংলা/এএইচএইচ/একে