Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দফা দাবিতে ডিএসসিসি’র পরিচ্ছন্নকর্মীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ১৯:০৯

ঢাকা: পেটের দায়ে কথা বললে কাজ হারাচ্ছেন নিয়মিত বেতন-বোনাস পাওয়া, কথায় কথায় চাকরিচ্যুত করা বা চাকরিচ্যুত করার হুমকি না দেওয়া অবসরকালীন ভাতাসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন করেন তারা। এ সময় তারা সমস্যা সমাধানে মেয়র ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতাকর্মীরা এ সময় অভিযোগ করে বলেন, ‘আমাদের সিটি করপোরেশনের ময়লার কাজ করি বলে আমাদের কোনো মূল্যায়ন নেই। উল্টো আমরা কথা বললে, আমাগো চাকরি খেয়ে দেয়। বেতন-বোনাস ঠিকমতো দেয় না। আমরা পুরনো লোক হওয়ার পরও আমাদের মাস্টার রোলে ফেলে রেখেছে। আমাদের চাকরি এখনও স্থায়ী করেনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র ফজলে নূর তাপসের হস্তক্ষেপ চেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ‘আমরা যখন আমাদের পেটের দায়ে কথা বলা শুরু করেছি তখন আমাদের অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি গরিবদের জন্য ভিটা-মাটি দিয়েছেন। আর আমরা চাকরি হারাচ্ছি। আপনি আমাদের জন্য কিছু করেন। এখন প্রধানমন্ত্রী-মেয়র যদি হস্তক্ষেপ না করে তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমরা কোনো দোষ না করেই চাকরি হারাচ্ছি।’

মানববন্ধনে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ চন্দ্র দাস বলেন, ‘গত ৩ বছর ধরে আমরা কয়েকবার মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছি। তবুও আমরা মেয়রের সাক্ষাৎ পাইনি। আমাদের ধারণা, কিছু কুচক্রিমহল মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তারা আমাদের সঙ্গে মেয়রকে দেখা করতে দেয় না। আমরা যদি তার সঙ্গে দেখা করতে পারতাম তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যেত বলে বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা আগে পূজা, ঈদ ও বৈশাখের বোনাস পেতাম। এখন আমরা কিছুই পাই না। আমরা এখন আমাদের যে ন্যায্য বেতন সেটি মাসের পর মাস পাই না। এগুলো নিয়ে কথা বললেই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়।’

এ সময় তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে ৬ দফা দাবি তুলেন ধরেন পরিচ্ছন্নতাকর্মীরা। দাবিগুলো হলো-

১. ১০.০৬.১৯৯২ ইং তারিখের জারিকৃত ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে।।

২. পরিচ্ছন্নতাকর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোষ্য কোটায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লক্ষ টাকা দিতে হবে।

৩. কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে সরকারি বিধি অনুযায়ী ৮ লাখ টাকা দিতে হবে।

৪. ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়াকার্স ইউনিয়নের নেতৃবৃন্দদের ও অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিলপূর্বক পুনর্বহাল করতে হবে।

৫. কয়েকশ বছর ধরে বসবাসকারী কোনো পরিবারকে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

৬. পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ণ বাস্তবায়ন চাই।

সারাবাংলা/আরএফ/একে

ডিএসসিসি পরিচ্ছনতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর