Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ, নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ১৫:১৬

রংপুর: দেশব্যাপী ধরপাকড়, গ্রেফতার, মামলা দায়ের ও পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে নগরির গ্রাণ্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে হয়রানি বন্ধের দাবি জানায়।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী ডনের সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মী বক্তৃতা করেন।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, ‘যতদিন না পর্যন্ত জনগণ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাবে।’

এ সময় আগামী ২৯ অক্টোবর বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী ডন বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। যাকে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে।’

এ বিষয়ে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

সারাবাংলা/ইআ

বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর