‘শিক্ষার উন্নয়নে যত কাজ সব আওয়ামী লীগের আমলেই হয়েছে’
২০ অক্টোবর ২০২২ ১৩:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৪:২৩
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে শিক্ষার উন্নয়নে কোন কাজ হয়নি।’
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রূপগঞ্জে আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন এবং মাঝিনা মৌজার বায়তুল মামুর এতিমখানা ও মোহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষানীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসায় নতুন নতুন ভবন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে ভালোবাসেন। এজন্যই তিনি শিক্ষার প্রতি এতো গুরুত্ব দিয়েছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
মন্ত্রী বলেন, ‘রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের মানুষ আগে নৌকায় চলাচল করতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কায়েতপাড়া ইউনিয়নে একের পর এক রাস্তা হয়েছে; ব্রিজ, কালভাট নির্মাণ হয়েছে। এখন আর কায়েতপাড়া ইউনিয়নের জনগণকে নৌকাযোগে চলাচল করতে হয় না, গাড়িতে চলাচল করতে পারেন। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন।’
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবালসহ অনেকে।
সারাবাংলা/এমও
আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক শিক্ষার উন্নয়ন