Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগের কার্যতালিকায় ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ০৯:০২ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ ০৯:৩১

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ অক্টোবর) আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের বৃহস্পতিবারের (২০ অক্টোবর) কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য ২২৭ নম্বর ক্রমিকে রয়েছে।

তবে আদালত সংশ্লিষ্টরা জানান, আজ সকালে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে ফুলকোর্ট রেফারেন্স সভা অনুষ্ঠিত হবে। করোনা এবং সম্প্রতি মারা যাওয়া ২৬৩ সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের স্মরণে এই সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান শেষ হতে বেশ সময় লেগে যাবে।

এ বিষয়ে রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘রিভিউ আবেদনটি বৃহস্পতিবার শুনানির কথা। তবে এটি কার্যতালিকার অনেক পেছনে। শুনানি হবে কিনা বলা যাচ্ছে না। আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। শুনানির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’

এ মামলার শুনানি করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আপিল বিভাগে আবেদন করার পর গত ২৮ আগস্ট শুনানির জন্য এই দিন ঠিক করেছিল সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

২০১৭ সালের ডিসেম্বরে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সেই থেকে সাড়ে চার বছরের বেশি সময় ধরে আলোচিত এ মামলাটি রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।

১৯৭২ সালে প্রণীত সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের কাছে। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ন্যস্ত করা হয়।

বিজ্ঞাপন

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে এ অপসারণ ক্ষমতা আবার জাতীয় সংসদে ন্যস্ত হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/এমও

টপ নিউজ রিভিউ শুনানি ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর