Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ২৩:২২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মেয়ের হানিফ ফ্লাইওভারের ওপর থেকে লাফিয়ে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সারে ৬টার দিকে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় এসএম সুমন নামে এক পথচারী আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করে।

পথচারী এসএম সুমন জানান, তার নিজের বাসা যাত্রাবাড়ীতে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী চৌরাস্তায় এলে হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে ওই যুবক রাস্তায় পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ওই যুবকের পরনে ছিল একটি প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট। ওই যুবকের কাছে থাকা মোবাইল সিম দিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/একে

যুবকের মৃত্যু হানিফ ফ্লাইওভার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর