Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির পর স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ কিশোর ছাত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ২৩:১৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে দুইদিন ধরে এক স্কুলছাত্রের খোঁজ মিলছে না। মো. জাহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোর নগরীর অরবিট রেসিডেন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর নাসিরাবাদে স্কুল ছুটির পর বাসায় ফেরেনি জাহিদুল। পরিবারের সদস্যরা দুইদিন ধরে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার বাবা।

জাহিদুলের বাবা জয়নাল আবেদিন ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যার পরও বাসায় না আসায় আমরা স্কুলে গিয়ে খোঁজ নিই। সড়কের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, স্কুল থেকে বেরিয়ে সে সানম্যার ওশান সিটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এরপর তার অবস্থানের আর কোনো ফুটেজ পাওয়া যায়নি। রাতভর আমাদের সব আত্মীয়-স্বজন, তার বন্ধুবান্ধবের বাসায় খোঁজ করেছি। কোথাও পাইনি।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এবার পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছিল। সে জন্য ১৫-২০ দিন আগে আমি একটু বকাঝকা করেছিলাম। এই অভিমানে সে চলে গেছে কি না বুঝতে পারছি না। নাকি অন্য কোনো বিপদ হয়েছে বুঝতে পারছি না।’

নিখোঁজ জাহিদুলের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর