Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্রের নামে প্রতারণা চলছে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ২২:৫৯

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন ডা. মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জি এম কাদের।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘কেউ কেউ ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজের শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স ও মো. সৌরভ।

সারাবাংলা/একে

গণতন্ত্র জিএম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর