Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটের সময় বাড়ল ৩ মাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ২০:২১

ঢাকা: গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠানের সময় ফের তিন মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি মধ্যে নির্বাচন করা যাবে। সাংবিধানিক ক্ষমতা বলে নির্বাচন অনুষ্ঠানের এই সময় বাড়ালো ইসি।

বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে ঘোষণার ৯০দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে, দ্বৈবদূর্বিপাকে ওই সময়ের মধ্যে ভোট করতে না পারলে প্রধান নির্বাচন কমিশন আরও ৯০দিন সময় বাড়াতে পারে। করোনা মহামারির সময় বেশ কয়েকটি উপনির্বাচনে এভাবে সময় বাড়িয়ে অনুষ্ঠিত হয়।

ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ায় নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১ (ক) অনুচ্ছেদের বিধান মতে সম্পূর্ণ নির্বাচনি এলাকার ভোটগ্রহণসহ সব নির্বাচনি কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এতে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ওই ৯০ দিবসের মেয়াদ চলতি বছরের ২০ অক্টোবর শেষ হবে। কিন্তু গাইবান্ধা-৫ শূন্য আসনের সম্পূর্ণ নির্বাচনি এলাকার নির্বাচন বন্ধ ঘোষিত হওয়ার কারণে ৯০ দিনের অবশিষ্ট ৮ দিনের মধ্যে পুনঃনির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৪) দফা অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের এখতিয়ারের প্রসঙ্গ টেনে গাইবান্ধা ভোট বন্ধের অবস্থাটি অনাকাঙ্ক্ষিত, অকল্পনীয় ও নিয়ন্ত্রণবহির্ভূত বিবেচনায় দৈব-দুর্বিপাক গণ্য করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ জানুয়ারি মধ্যে গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচনে ভোট নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

উপনির্বাচন গাইবান্ধা-৫

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর