Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপে পোশাক প্রবৃদ্ধি কমছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ১৯:০০

ফাইল ছবি: পোশাক কারখানা

ঢাকা: ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির প্রবৃদ্ধি কমছে। চলতি বছরের প্রথম সাত (জানুয়ারি-জুলাই) মাসে ইউরোপের বাজারে দেশের পোশাক প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ। প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি ছিল ৪৫ শতাংশ। ইউরোপের বাজারে পোশাক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ সবার ওপরে থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে পোশাক রফতানি কমে আসছে।

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে ইউরোপে পোশাক রফতানি হয়েছে ১৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে এই আয় ছিল ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম সাত মাসে ইউরোপে পোশাক রফতানি বেড়েছে তিন দশমিক ৯৭ বিলিয়ন ডলার (৩৯৭ কোটি ডলার)। বছর ব্যবধানে ইউরোপে পোশাক রফতানি ৪৩ দশমিক ৩৮ শতাংশ। তবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি ছিল ৪৪.৬০ শতাংশ।

তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে পোশাক রফতানি যেখানে ৪৩ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে, সেখানে পুরো পৃথিবী থেকে বেড়েছে ২৪ দশমিক ৭৪ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ চীন। এই সময়ে চীন থেকে ইউরোপের পোশাক রফতানি ২৩ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। দেশটির পোশাক রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

অপরদিকে, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম পোশাকের উৎস। দেশটি থেকে পোশাক রফতানি বেড়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ। রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে প্রথম সাত মাসে তুর্কি, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে পোশাক রফতানি বেড়েছে যথাক্রমে ১৭ দশমিক ৩২, ২৬ দশমিক ৭৮, ৪১ দশমিক ৫০, ২২ দশমিক ৭৮, ২৮ দশমিক ৫ ও ৩০ দশমিক ৮৬ শতাংশ। তবে একক মাস হিসাবে জুলাইয়ে বাংলাদেশের পোশাক প্রবৃদ্ধি ৩৬ দশমিক ৮৬ শতাংশ, যেখানে চীনের ৩১ দশমিক ৮২, ভারতের ৪০ দশমিক ৯০, কম্বোডিয়ার ৫১ দশমিক ৪৪ শতাংশ ও ইন্দোনেশিয়ার ৪৩ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

তবে জুনে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪৩ দশমিক ৪৮ শতাংশ, মে মাসে ৬২ শতাংশ। সে হিসাবে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি কমছে।

বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি প্রবৃদ্ধি কমছে। করোনার পরে বর্ধিত চাহিদা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে ইউনিট প্রতি মূল্য বেড়ে যাওয়ার কারণে পোশাক রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। সাম্প্রতি সময়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছে। অনেক ইউরোপিয় ব্র্যান্ডের খুচরা বিক্রয় উল্লেখযোগ্য পরিমানে হ্রাস পেয়েছে, যা তাদের ইনেভেন্টরি স্টক বাড়িয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে চ্যালেঞ্জের প্রেক্ষিতে ইইউ-এর আমদানি বছরের শেষ প্রান্তিকে কমতে পারে।’

সারাবাংলা/ইএইচটি/ইআ

টপ নিউজ পোশাক রফতানি প্রবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর