Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটি নীতিমালার চূড়ান্ত খসড়া হাইকোর্টে, আদেশ ২৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ১৭:৫৮

ঢাকা: ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মভিত্তিক কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে নীতিমালার চূড়ান্ত খসড়া হাইকোর্টে দাখিল করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি এই খসড়া দাখিল করেছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য রেখেছেন আদালত।

বুধবার (১৯ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

এর আগে গত ১৩ জুন এক আদেশে এ বিষয়ে অগ্রগতি জানাতে ১৯ অক্টোবর দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

গত জানুয়ারি মাসে হাইকোর্ট চূড়ান্ত নীতিমালার বিষয়ে পদক্ষেপের অগ্রগতি জানিয়ে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয় থেকে পৃথক খসড়া নীতিমালা আদালতে দাখিল করা হয়।

এর আগে ২০২০ সালের ১৪ জুন নেটফ্লিক্স, হইচইসহ ইন্টারনেট মাধ্যমে (ওটিটি প্লাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত ভিডিওর অংশগুলো সরিয়ে ফেলতে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ।

ওই রিটের শুনানি নিয়ে ২০২০ সালের ১৫ জুলাই ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে (ওটিটি প্ল্যাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিওর অংশগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে কীভাবে রাজস্ব আদায় করা হয় তা এক মাসের মধ্যে বিটিআরসিকে জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

এরপর শুনানির ধারাবাহিকতায় ২০২১ সালের ১৮ জানুয়ারি অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনার আলোকে ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ওটিটি নীতিমালা

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর