Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুল শাহানা ঊর্মি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ১৪:১৪

ঢাকা: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক গুল শাহানা ঊর্মি।

বুধবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গুল শাহানা ঊর্মি বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সহকারী পরিচালক (বিসিএস তথ্য) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সহকারী পরিচালকের (মনিটরিং) দায়িত্ব পালন করে আসছিলেন।

বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা গুল শাহানা জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানও বিসিএস (অ্যাডমিন) কর্মকর্তা ছিলেন।

গুল শাহানা ১/১১ এর সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মী। তিনি ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী এন আই আহমেদ সৈকত বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এনআর/ইআ

গুল শাহানা ঊর্মি টপ নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর