Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মু‌ক্তি‌যোদ্ধা মঞ্জুরের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ২৩:৪৬

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মু‌ক্তি‌যোদ্ধা মঞ্জুর হোসেন ভূঁইয়া’র মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে রূপগ‌ঞ্জ উপ‌জেলার হোড়গাঁও মাদরাসা মা‌ঠে নামা‌জে জানাজা শে‌ষে মঞ্জুর হোসেনকে স্থানীয় সামা‌জিক কবরস্থা‌নে দাফন সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

জানাজায় উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আস‌নের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন প্রমুখ।

এর আগে, এদিন দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন মঞ্জুর হোসেন ভূঁইয়া। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর