Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রাজপুত্রের নাম লুইস আর্থার চার্লস


২৭ এপ্রিল ২০১৮ ১৮:৩৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ১৮:৫৩

LONDON, ENGLAND – APRIL 23: Catherine, Duchess of Cambridge and Prince William, Duke of Cambridge depart the Lindo Wing with their newborn son at St Mary’s Hospital on April 23, 2018 in London, England. The Duchess safely delivered a boy at 11:01 am, weighing 8lbs 7oz, who will be fifth in line to the throne. (Photo by Samir Hussein/WireImage)

।। সারাবাংলা ডেস্ক ।।

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে লুইস আর্থার চার্লস।

রাজপরিবারের নতুন এই শিশুর জন্মের চারদিন পর আনুষ্ঠানিকভাবে শুক্রবার এই নাম জানালেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতি। কেনসিংটন প্রাসাদের পক্ষ বরাত দিয়ে ডেইলি মিরর এ সংবাদ জানিয়েছে।

উইলিয়াম ও কেট দম্পতির পরিবারের কোনো কোনো সদস্যের নামকরণের জন্য সব থেকে বেশি (চারদিন) সময় নেওয়া হয়েছে। এর আগে প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটের নাম ঘোষণার জন্য ২০১৩ ও ২০১৫ সালে দুইদিন করে সময় নেয়া হয়েছিলো।

নামের তালিকায় ছিলো- আর্থার, আলবার্ট, জেমস ও আলেকজান্ডারসহ বেশ কয়েকটি নাম। এর মধ্যে শেষমেষ আর্থার নামই রাখা হলো।

২৩ জুলাই সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের লিনডো উইং অব সেইন্ট মেরি’স হাসপাতালে ডিউক ও ডাচেচ অব কেমব্রিজ দম্পতির ঘরে তৃতীয় সন্তান জন্ম নেয়। এ ছাড়াও এই দম্পতির ঘরে প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট নামে দুটি সন্তান রয়েছে।

সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী হচ্ছেন লুইস আর্থার চার্লস। কোনো কারণে যদি রানি সিংহাসন ত্যাগ করেন তাহলে তার পুত্র প্রিন্স চার্লস সিংহাসনের উত্তরাধিকারী হবেন।

এর পরের তালিকায় রয়েছেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স উইলিয়ামের বড় ছেলে প্রিন্স জর্জ এবং তার পরই সিংহাসের পঞ্চম উত্তরাধিকারী হিসেবে মনোনীত হবেন রাজ পরিবারের সর্ব কনিষ্ঠ এই সদস্য।

সন্তান জন্ম দেওয়ার আগে রাজবধূকে মানতে হয় বেশ কিছু রাজকীয় নিয়ম। সেগুলোর মধ্যে অন্যতম হলো- সন্তান জন্ম নেওয়ার পর প্রথম খবর শুনবেন রানি।

জর্জের জন্মের প্রিন্স উইলিয়াম প্রথম রানিকে ফোন করেছিলেন। এ ছাড়া অন্য প্রাচীন রীতিগুলোর মধ্যে অাছে- একজন ঘোষক জনগণের কাছে এ খবর প্রচার করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআইএস

আরও পড়ুন..

ব্রিটিশ রাজমুকুটের নতুন উত্তরাধিকার

আসছে ব্রিটিশ রাজমুকুটের নতুন উত্তরাধিকার, এক ধাপ পিছিয়ে হ্যারি

কী নামে ডাকা হবে ছোট্ট রাজপুত্রকে

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

 

ব্রিটিশ রাজপরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর