সাফজয়ী ৫ কন্যাকে সংবর্ধনা দেবে চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১৮:৪৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৯:০১
১৮ অক্টোবর ২০২২ ১৮:৪৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৯:০১
ঢাকা: সাফ ফুটবল বিজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে সংবর্ধনা দেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে এ সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষ্যে পাবর্ত্য চট্টগ্রাম মন্ত্রণালয় নানাভাবে সাজানো হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান সারাবাংলাকে বলেন, ‘৫০ হাজার করে নগদ টাকাসহ প্রত্যেক বিজয়ী ফুটবল কন্যাকে নানা উপহার সামগ্রী দেওয়া হবে।’
তিনি বলেন, ‘বুধবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে চার নম্বর ভবনের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সচিব মোছা হামিদা খাতুনসহ উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।’
সারাবাংলা/জেআর/ইআ