অক্টোবরের ১৩ দিনে প্রবাসী আয় ৮১৬২ কোটি টাকা
১৮ অক্টোবর ২০২২ ১৬:৪৪
ঢাকা: চলতি মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৬ টাকা ধরে) যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৮০ কোটি ডলার। যা গত মাসের তুলনায় বেশি। সদ্য বিদায়ী সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় ছিল ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, অক্টোবরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ মার্কিন ডলার। এ ছাড়াও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ৪১ লাখ মার্কিন ডলার।
আলোচিত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন, ১৯ কোটি ১৮ লাখ ডলার। এরপর সোনালী ব্যাংকে চার কোটি ৪২ লাখ, অগ্রণী ব্যাংকে পাঁচ কোটি ৫৩ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চার কোটি ৭৭ লাখ এবং ডাচ্–বাংলা ব্যাংকে চার কোটি ১৯ লাখ প্রবাসী আয় এসেছে।
একই সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কর্মাসিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
চলতি অর্থ-বছরের তিন মাসে রেমিট্যান্স
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-২২ থেকে সেপ্টেম্বর-২২) রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার, আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার এবং সেপ্টেম্বর মাসে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলারে নেমে আসে।
অন্যদিকে, গত অর্থবছরের (২০২১-২২) প্রথম তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ৪২ লাখ ডলার। যা গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় ২৬ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
জানা গেছে, চলতি অর্থবছরে ডলার সংকট তীব্র আকার ধারণ করলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছিল। বিদায়ী অর্থবছর রেমিট্যান্স নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল নতুন অর্থবছরের প্রথম দুই মাসেই তা অনেকটাই কেটে যায়। তবে গত সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আশার কথা হলো্ গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
অর্থবছরভিত্তিক রেমিট্যান্স
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা দুই হাজার ১০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড পরিমাণ দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে এক হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
পঞ্জিকাবর্ষ হিসাবে রেমিট্যান্স
বিদায়ী ২০২১ সালে প্রবাসীরা রেকর্ড পরিমাণ দুই হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে এক হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে এক হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।
সারাবাংলা/জিএস/ইআ