Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় সাড়ে ১২ কেজি সোনা জব্দ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১৬:১১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৯:৪৯

যশোর: জেলার ঝিকরগাছার ব্যাঙদা সীমান্ত থেকে ১০৬ পিস সোনারবারসহ সাজু আহম্মেদ (২০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ সোনার ওজন সাড়ে ১২ কেজি। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ব্যাঙদা এলাকা থেকে সোনাসহ তাকে গ্রেফতার করা হয়। সাজু যশোরের চৌগাছার কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝিকরগাছার কাবিলপুর গ্রামের ব্যাঙদা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সাজুকে আটক করে বিজিবি। এ সময় তার শরীরে কৌশলে সেট করা ১০৬টি সোনারবার জব্দ করে। যার ওজন সাড়ে ১২ কেজি।

জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা উল্লেখ করে বিজিবির অধিনায়ক জানান, আটক হওয়া সাজুকে মামলা দিয়ে সোনাসহ ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া তাকে সোনা ব্যবসায়ী, গডফাদারসহ পাচারকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এআই/এমও/ইআ

ঝিকরগাছা টপ নিউজ ভারতে পাচার সোনা পাচারকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর