জি এম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে হাইকোর্টে রিট
১৮ অক্টোবর ২০২২ ১১:৫১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৪:০৮
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের বিরুদ্ধে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদন নিষ্পত্তিতে হাইকোর্ট এ বিষয়ে আজ সিদ্ধান্ত দিতে পারেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম) কাদেরের বিরুদ্ধে এমপি পদের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ বিষয়ে করা আবেদনের নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে।’
জাতীয় পার্টির একজন কর্মী ইদ্রিস আলী, গত মাসে দুর্নীতি দমন কমিশন বরাবর মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে আবেদন করেন। আবেদনটি দুদক নিষ্পত্তি করতে পারেনি। পরে তিনি আদালতে রিট আবেদন করেন। আজ ওই রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমও