Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএফআইসি ব্যাংকে শিশুদের চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ১১:৩৫

ঢাকা: শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব-২০২২।

সম্প্রতি পুরানা পল্টনের আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে (আইএফআইসি টাওয়ার) এ আয়োজন করা হয়। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ইচ্ছা, কল্পনা, স্বপ্ন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুই শতাধিক অংশগ্রহণকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।

উল্লেখ্য, শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে ব্যাংকের সব কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসবের।

সারাবাংলা/এমও

আইএফআইসি আইএফআইসি ব্যাংক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর