Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১০:১৪

ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে তুহিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়াসিন আলীর বিরুদ্ধে। তবে নিহতের পরিবার থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোনো অভিযোগ নেয়নি। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম জানান, নিহতের মুখমণ্ডলে দাগের চিহ্ন পাওয়া গেছে।

এলকাবাসী ও পরিবারের অভিযোগ প্রায় ৮ বছর আগে তুহিনার বিয়ে হয় একই উপজেলার রাধাকান্তপুর গ্রামের তরিকুল ইসলামের সঙ্গে। কিন্তু গত বছর তরিকুলের আপন ভাতিজা ইয়াসিন আলী পরকিয়ার সম্পর্কে জড়িয়ে চাচিকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। কিছু দিন পরে ইয়াসিন ও তুহিনা ফিরে এলে সমাজ তাদের বাধা হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

পরে গ্রামের নির্জন ফসলের মাঠের মাঝে ঘর নির্মাণ করে রাস্তার ধারে বসবাস করতে থাকে ইয়াসিন ও তুহিনা। এর মধ্যে তাদের পরিবারে জন্ম নেয় এক শিশু। যার বয়স এখন ৭ মাস। তবে তুহিনাতে নির্যাতন করতো ইয়াসিন। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিশ মীমাংসাও হয়েছে।

তুহিনা খাতুন (২৫) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের মৃত জমিদার শেখের মেয়ে। চলতি মাসের ১২ অক্টোবর তুহিনার মৃত্যু হয়। এলাকাবাসি ও তুহিনার পরিবার বলছে তুহিনাকে হত্যা করেছে তার বর্তমান স্বামী ইয়াসিন আলী।

তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন। তিনি বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট না পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।’

ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘পুলিশের দিক থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ এসেছিল। তবে তার মুখমণ্ডলে দাগের চিহ্ন পাওয়া যায়। ফাইনাল রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গৃহবধূকে হত্যা গৃহবধূকে হত্যার অভিযোগ টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর