Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ০০:৩৫

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় (১২) বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে ওই শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, সোমবার উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। মামলা নম্বর ৩০। মামলার পরিপেক্ষিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শরীফ আহমেদকে (৩৯) গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন মেয়েটির পরিবার। স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে সে। তার মা গার্মেন্টস কর্মী এবং বাবা লন্ড্রি দোকানদার। বাবা মা যখন কাজে বের হন তখন বিভিন্ন সময় তাদের প্রতিবেশী শরীফ আহমেদ ওরফে রুমি (৩৯) নামে চা বিক্রেতা মোবাইল ফোন দেখানো ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে যৌন নির্যাতন করতো।

জানা গেছে, গতকাল রাতে শিশুটির বাবা কাজ থেকে হঠাৎ বাসায় এসে নিজেদের রুমে মেয়েকে না পেয়ে পাশেই শরীফের রুমে মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এর পর মেয়ের কাছে জানতে চাইলে সে তাদের বিষয়টি খুলে বলে। পরে তারা থানায় গিয়ে মামলা দায়ের করে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ধর্ষণ মামলা স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর