Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে আ.লীগের ইউসুফ খান জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ২২:১৮

ময়মনসিংহ: জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৫ ভোট।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮ ও নারী ভোটার ৪৯১ জন।

এর আগে, উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। জেলার ১৩টি কেন্দ্রে ইভিএম-এ ভোট নেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ১৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাবাংলা/পিটিএম

২০২২ জেলা পরিষদ নির্বাচন ময়মনসিংহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর