Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ২২:১২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ২২:১৯

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশিদ আনারস প্রতীকে ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কনক কান্তি দাস তার চশমা প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট।

জেলার ৬ উপজেলা কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে মোট ৯শ ৫৪ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টায় শুরু হওয়া ভোট দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগমের জানান, এম হারুন অর রশিদ ১৫ ভোটের ব্যবধানে হারুন অর রশিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক জানান, শতভাগ স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলায় মোট ভোটার ছিল ৯৫৪টি। এর মধ্যে ৯’শ ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতিল হয়েছে দুটি।

সারাবাংলা/একে

জেলা পরিষদ নির্বাচন ঝিনাইদহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর