Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ফের আ.লীগ প্রার্থী ডা. মকবুল জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ২২:০৩

বগুড়া: বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. মকবুল হোসেন ৮৭৪ ভোট পেয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ৭২১ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ১২টি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ১ হাজার ৬০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন ৮৭৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান আকন্দ পান পান ৭২১ ভোট।

সারাবাংলা/পিটিএম

২০২২ জেলা পরিষদ নির্বাচন বগুড়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর