Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে আ.লীগের মীর ইকবাল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ২১:৪১

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৫৬৬ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়। মোট ১ হাজার ১৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পান ৬০১ ভোট, আখতারুজ্জামান আখতার পান ৫৬৬ ভোট। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল তালগাছ প্রতীকে ৭ ও আফজাল হোসেন আনারস প্রতীকে ৪ ভোট পেয়েছেন।

সারাবাংলা/পিটিএম

২০২২ জেলা পরিষদ নির্বাচন রাজশাহী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর