Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ১৯:৪৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৯:৪৭

রংপুর: রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদকে পরাজিত করে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু বিজয়ী হয়েছেন। মোসাদ্দেক হোসেন বাবলু ৬০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ পান ৪৮৪ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসিব আহসান সরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরে বিজয়ী প্রার্থীকে নির্বাচনের ফলাফলের নথিপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার আটটি কেন্দ্রের ১৬টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলার আট উপজেলার ৭৬টি ইউনিয়ন পরিষদ, তিন পৌরসভা ও এক সিটি করপোরেশনের এক হাজার ৮৫ জন ভোটার ভোট দেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রতিটি বুথে তিনটি করে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। নির্বাচনে মোট ৯৯শতাংশ ভোটার তাদের মূল্যবান ভোট দেন।

স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবলু বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হয়ে নগরীর বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি ইভিএমে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পরিষদ নিয়ে তার পরিকল্পনার কথা জানান।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু সবশেষ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় গত ২৫ সেপ্টেম্বর মোসাদ্দেক হোসেন বাবলুকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

২০২২ জেলা পরিষদ নির্বাচন টপ নিউজ রংপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর