Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল রেলস্টেশন থেকে এক কেজি সোনা উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ১৫:৩৬

বেনাপাল: বেনাপোল রেলস্টেশনে জুতার ভেতর থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার সময় বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো- মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর গ্রামের অনিক কুমার বিশ্বাস (৩০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ঢাকা-বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনে করে ভারতে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে গতিরোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া নগদ তিন হাজার ৩০ টাকা, ব্যবহৃত মোবাইল ও একটি পাওয়ার ব্যাংক আটক করা হয়। সবমিলিয়ে উদ্ধার করা সোনা ও আলামতসহ আনুমানিক মূল্য ৯৩ লাখ ৪৮ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি, স্বর্ণ ও অন্য মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

টপ নিউজ বিজিবি বেনাপোল রেলস্টেশন সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর