Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর পর বিশ্বজিৎ হত্যায় দণ্ডিত পলাতক ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ১৩:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৪:০৫

ভৈরব: বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মাহতাব মিয়ার ছেলে। বিশ্বজিৎ খুনের সময় মোশারফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও বিবিএ শিক্ষার্থী ছিলেন।

গতকাল রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ভৈরব থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে। মোশারফ ঢাকার একটি প্রাইভেট কোম্পানি এসজিএস বাংলাদেশ লিমিটেডে কাজ করতো।

বিজ্ঞাপন

সোমবার (১৭ অক্টোর) ভৈরব থানার পুলিশ পরিদর্শক এসআই সাইদুর ইসলাম বলেন, ‘বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন পলাতক আসামি মোশারফ হোসেন দীর্ঘ দশ বছর পলাতক ছিলো। সে ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। রোববার রাতে ভৈরব থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’ তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের ক্যাডাররা। শাঁখারীবাজারে দর্জির দোকান ছিল বিশ্বজিতের। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। রাজধানীর লক্ষ্মীবাজারে থাকতেন তিনি।

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায় দেন। বিচারিক আদালতের রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তখন এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

বিজ্ঞাপন

নিম্ন আদালতের আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার ও মীর মো. নূরে আলম লিমন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- এ এইচ এম কিবরিয়া, খন্দকার ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

পরে রায়ের বিরুদ্ধে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৬ আগস্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দু’জনের মৃত্যুদণ্ড বহাল, চার জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অন্য দু’জনকে খালাস দেন হাইকোর্ট।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দু’জন আপিল করেন, তারা খালাস পেয়েছিলেন। হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাকি ১১ আসামির সবাই পলাতক ছিলো। এদের মধ্য ভৈরবের মোশারফ হোসেন দীর্ঘ দশ বছর পলাতক ছিলেন।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ কর্মী গ্রেফতার টপ নিউজ দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর