গ্রিড বিপর্যয়: ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
১৬ অক্টোবর ২০২২ ২০:৪৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ২১:১৬
ঢাকা: জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে গ্রিড অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুই কর্মকর্তা হলেন- পিজিসিবি’র উপ-বিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার এবং সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (১৬ অক্টোবর) বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দু’জনকে বরখাস্ত করা হয়।
এর আগে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এই দুই কর্মকর্তার বরখাস্তের খবর জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘গ্রিড বিপর্যয়ের কারণ জানতে তিনটি কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে পিজিসিবির তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। প্রতিবেদনে পিজিসিবির দায়িত্ব পালনে গাফলতি রয়েছে। যে কারণে পিজিসিবির সহকারী প্রকৌশলী এবং আরেকজন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।’
তিনি আরও বলেছিলেন, ‘বিতরন কোম্পানিগুলোর অবহেলার বিষয়টিও পাওয়া গেছে। সেখান থেকেও আমরা দায়ীদের খুঁজছি। চলতি সপ্তাহের মধ্যেই তাদের খুঁজে বের করা হবে। পিজিসিবির বাইরে অন্য দু’টি তদন্ত কমিটি রয়েছে। এর একটি বিদ্যুৎ বিভাগের, আরেকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।’
উল্লেখ্য, গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিদুৎ বিপর্যয় ঘটে। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ এলাকার বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। যা স্বাভাবিক হতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লেগে যায়। এ ঘটনা তদন্তে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। যার একটির প্রতিবেদন এলো ১৬ অক্টোবর।
সারাবাংলা/জেআর/পিটিএম