‘উদ্বোধনের অপেক্ষায় আরও ১০০ সেতু’
১৬ অক্টোবর ২০২২ ১৫:১১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৫:১৪
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে আরও ১০০টি সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে সেতুগুলো উদ্বোধন করা হবে।’
রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমি গত ১০ তারিখ বলেছিলাম ১০০ সেতু উদ্বোধন করবো। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি সামারি দেওয়া হয়েছে। যেখানে সেতু বেশি অর্থাৎ ৫০টির বেশি, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করবেন। এই তিন স্থানে সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এখন তিনি সময় দিলেই দিনক্ষণ ঠিক করা হবে।’
সড়ক মন্ত্রী আরও বলেন, ‘আমাদের বহু প্রতিক্ষীত স্বপ্নের প্রকল্প এমআরটি-৬ মেট্রোরেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেলও উদ্বোধনের অপেক্ষায়। আমরা প্রকল্পগুলো ভালোভাবে মনিটরিং করতে বলেছি। কমিটমেন্ট নিয়ে কাজ করতে বলা হয়েছে।’
এসময় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে (ডিটিসিএ) আরও কার্যকর করার কথা বলেন সড়কমন্ত্রী। সরকারি গণপরিবহন বিআরটিসি নিয়ে তিনি বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছে বিআরটিসি। সফলতা আছে পদ্মাসেতু, টানেল, মেট্রোরেল, ওভারপাস প্রকল্পে। এসব দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। তবে রোড সেফটি প্রোগ্রাম সবচেয়ে বেশি প্রয়োজন। এটা জরুরি ছিলো, যত সফলতা দেখাই না কেন ওটা জরুরি।’
ওবায়দুল কাদের বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সামনে এসেছে। আমাদের প্রতিশ্রুত ফান্ড দেওয়ার কথা বলেও দেওয়া হচ্ছে না। কারণ তারাও নিজেরা এখন সংকটে। বিশ্বজুড়ে যে অবস্থা, যে সংকট তা মোকাবিলা করতে হবে।’ জ্বালানি তেলের দাম সারা দুনিয়ায় বাড়তির দিকে বলেও জানান মন্ত্রী।
সারাবাংলা/জেআর/এমও