বিএনপি ১০ লাখ বসালে আমরা ৩০ লাখ বসাবো: ওবায়দুল কাদের
১৬ অক্টোবর ২০২২ ১৪:৩৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৯:৪১
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঢাকায় তাদের কর্মসূচিতে যদি ১০ লাখ মানুষ বসিয়ে দেয় তাহলে আমরা ৩০ লাখ বসিয়ে দেব। বিএনপির আন্দোলন কর্মসূচির গতি ও জনসমাগম দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৩ বছরে বিএনপির প্রতি সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতা দেখিয়েছেন এরপরেও তারা চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। তাদের মুখে এ সকল কথা মানায় না।’
তিনি বলেন, ‘সরকারের মাথা ঠিক আছে। বিএনপিকে বলবো আপনাদের মাথা ঠিক রাখেন। আপনারা মাথা খারাপ করে আবার কখন পেট্রোল বোমা নিয়ে মাঠে নামবেন আমরা সে ভয়ে আছি। কখন আবার আপনারা জ্বালাও পোড়াও শুরু করে দেন আমরা সে ভয়ে আছি। আমরা এটাও ভয় পাচ্ছি যে আপনারা আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান না খোঁজেন।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের বলি শান্তিপূর্নভাবে কর্মসূচি করেন, সহিংসতা পরিহার করুন। আর বিশাল যে জনসমাগমের কথা বলা হচ্ছে, সেখানে আপনারা রাজধানীতে ১০ লাখ বসালে আমরাও ৩০ লাখ বসিয়ে দেব।’
এ সময় তিনি বিএনপি নেতাদের নানা বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘দলটির নেতারা কথায় কথায় ঠিক মতো বিদ্যুৎ, গ্যাস দিতে না পারলে পদত্যাগের কথা বলে। ফ্রান্সে পেট্রোল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে কি সরকারকে পদত্যাগ করতে বলা হয়েছে ?’
ওবায়দুল কাদের বলেন, ‘রিজার্ভ নিয়ে আমরা খুব চিন্তিত। পাকিস্তান, শ্রীলংকা, নেপালের রিজার্ভ নেই। ভারতের মতো দেশ ক্ষুধা সূচককে আফগানিস্তানের নিচে। সংকট চতুমূর্খী। রিজার্ভ নিয়ে চিন্তিত, যা আছে তা দিয়ে পাঁচ থেকে ছয় মাস চলবে, তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সংকট কাটাতে একটু বেগ পেতে হচ্ছে সে জন্য সরকারের পদত্যাগ চাচ্ছে। সরকার হটালে কি তারা (বিএনপি) সংকট কাটাতে পারবে? কোন নিয়মে সরকারকে হটাবে?’
তিনি বলেন, ‘কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? নানা দেশে নানা নিয়মে টানাপোড়েনও আছে। আমাদের আইনে তত্ত্বাবধায়কের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি কেনো সে ভূত নামাতে পারছে না।’
এ ছাড়া সম্প্রতি ব্রাজিলে নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশটির বিরোধী দল ইভিএম ব্যবহারের পক্ষে। কারণ তারা স্বচ্ছ নির্বাচন চায়। আর বাংলাদেশে সরকারের বাইরে থাকা দল, তারা ইভিএমের বিপক্ষে, এখানে সরকার চায় স্বচ্ছতা সেজন্যই ইভিএম চায়।’
সারাবাংলা/জেআর/ইআ