Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ট্রাকচাপায় ভারতীয় ট্রাক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২২ ১১:১৮

বেনাপোল: যশোরের বেনাপোলে বাংলাদেশি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্যাম সুন্দর নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে।

ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় ট্রাক ড্রাইভারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গা-আলমপুর হাকিমপুর গ্রামের শিলন হোসেনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে কুষ্টিয়া-ট ১১-১০৭৪ নম্বরের ট্রাকটি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ‘রোববার সকাল সাড়ে সাতটার দিকে আর-জে ৫২ জি এ-৩৪৮৩ নংধারী ভারতীয় আমদানি ট্রাকের ড্রাইভার শ্যাম সুন্দর, পোর্ট থানার সামনে ট্রাক রেখে সড়কের পাশে চা খেতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিকে থেকে আসা কুষ্টিয়া ট- ১১-১০৭৪ রফতানিবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পোর্ট থানা পুলিশ ট্রাক চালক শিলন হোসেনকে গ্রেফতার করেছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বেনাপোল ভারতীয় ট্রাক চালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর