উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২২ ০৯:৫৪
কক্সবাজার: ফের খুনোখুনিতে উত্তাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। বালুখালীতে দুই মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতকারীরা। শনিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (১৬ অক্টোবর) সকালে উখিয়া-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮নং ব্লকে ১৫-২০ জনের একদল দুস্কৃতকারী ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের ওপর হামলা চালায়। এসময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেছিল। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দু’জনকেই উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকেও মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সারাবাংলা/এমও