বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ২২:২৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ২২:২৮
১৫ অক্টোবর ২০২২ ২২:২৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ২২:২৮
মুন্সীগঞ্জ: জেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দেশ ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় আজিজুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে পদ্মা উত্তর থানার সামনে ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ষোলঘর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত দেশ ট্রাভেলসের বাসটি আটক রয়েছে। এছাড়া আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
সারাবাংলা/পিটিএম