Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে হুম্মামের বিরুদ্ধে ব্যবস্থা চায় গৌরব ’৭১

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ২১:১৫

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে গৌরব ’৭১। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নিয়ে হুম্মামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

মেজর জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে এনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন উল্লেখ করে সমাবেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, ‘জিয়া ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে এনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে। পরবর্তী সময়ে খালেদা জিয়াও একই কাজ করেছেন। ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে এসে রাজাকারদের বিচারের চেষ্টা করেছেন। কিন্তু বিএনপি ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথ বন্ধ করে রেখেছিল। তারপরেও বঙ্গবন্ধুকন্যা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়েছেন।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আমি অবাক হইনি। কারণ, রাজাকারের সন্তান তো রাজাকারের মতোই কথা বলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

সমাবেশে মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার জন্য যুদ্ধাপরাধী, রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুংকার দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দিইনি।’ বিচ্ছু জালাল ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নিয়ে হুম্মামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের শহিদ বলে আখ্যা দিয়ে হুম্মাম কাদের চৌধুরী স্পর্ধা দেখিয়েছেন উল্লেখ করে গৌরব ’৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, ‘বিএনপির নামে স্বাধীনতা বিরোধীদের যে ফ্রন্ট, তারা ওই মহাসমাবেশে এদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তাদের এই সমাবেশে যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী নারায়ে তাকবির স্লোগান দিয়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের শহিদ বলে আখ্যা দিয়েছে। তার কত বড় স্পর্ধা!’

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, আফসানা ফেরদৌস কেকা, গৌরব গৌরব ৭১’র সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

গৌরব-৭১ হুম্মাম কাদের চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর