Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: চট্টগ্রামে প্রাণ গেল ৯ মাসের শিশুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ১৮:০০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৮:০৭

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ১২ জনের প্রাণ নিয়েছে ডেঙ্গু।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় থেকে গঠিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষের’ প্রধান জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস সারাবাংলাকে জানিয়েছেন, নগরীর খুলশী এলাকা থেকে নয় মাস বয়সী নুসরাত নামে ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই শিশুটি মারা যায়।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৪৫ জন।

সারাবাংলা/আরডি/ইআ

ডেঙ্গু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর