Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালি যাচ্ছেন কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ১৫:৫৮

ঢাকা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন। ‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ প্রতিপাদ্যে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

এ ছাড়া কৃষিমন্ত্রী সেখানে ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশ নেবেন। কৃষি খাতের রূপান্তরে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা। সে জন্য, এফএও ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলনের’ও আয়োজন করেছে। আগামী ২২ অক্টোবর কৃষিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

ইতালি কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর