Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তেল শোধনাগারে আগুন, তদন্ত কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ১৫:১৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৬:৫২

চট্টগ্রাম ব্যুরো: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের উৎস, কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে একটি কমিটি গঠন করেছে রিফাইনারি কর্তৃপক্ষ।

শনিবার (১৫ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর পতেঙ্গায় রিফাইনারির পাইপলাইনে আগুন লাগে। বেলা পৌনে ১টার দিকে আগুন নেভানো হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগার তথ্য আসে নিয়ন্ত্রণ কক্ষে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা পৌনে একটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘রিফাইনারির মিটারিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। সেখানে ৭০-৮০টা ছোট ছোট পাইপলাইন ছিল। পাইপলাইনের একপিঠে আগুন লেগেছিল। আমরা দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

আগুন লাগার ঘটনায় একজন আহত হয়েছেন বলেও আবদুল হামিদ জানান।

এদিকে, অগ্নিকাণ্ড তদন্তে মহাব্যবস্থাপক (অপারেশন্স অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান। তাদের দ্রুততার সঙ্গে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সারাদেশে সরবরাহ করা হয়।

সারাবাংলা/আরডি/এমও

ইস্টার্ন রিফাইনারি টপ নিউজ তদন্ত কমিটি তেল শোধনাগারে আগুন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর